Logo
Logo
×

অন্যান্য

উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ বিমান উপদেষ্টার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ বিমান উপদেষ্টার

বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার সন্ধ্যা ৬টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ ও সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা বলেন, যান্ত্রিক ত্রুটি সরাসরি জনগণের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই বিমানের সুনাম অক্ষুণ্ণ রাখতে এসব সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন ও প্রকৌশল বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মানবসৃষ্ট সমস্যার ক্ষেত্রে কোনো শিথিলতা গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রি-ফ্লাইট ইন্সপেকশনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান ও সিভিল এভিয়েশন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সাফিকুর রহমানসহ মন্ত্রণালয় ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম