Logo
Logo
×

অন্যান্য

জ্বালানি খাতে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি

পাঁচ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

পাঁচ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের জ্বালানি ও খনিজ সম্পদ খাতে গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) পাঁচটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

“Cooperation in Energy Research and Capacity Building” শিরোনামের এই চুক্তিটি শনিবার বিপিআই সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়।

বিপিআই-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিভাগ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খনি, খনিজবিদ্যা ও ধাতুবিদ্যা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগ (পিএমআরই), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশন (পেট্রোবাংলা), এবং কোডার্সট্রাস্ট লিমিটেড। 

এই বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে মানবসম্পদ উন্নয়ন, গবেষণাভিত্তিক জ্ঞান বিনিময় এবং প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ও সরকারের সচিব মো. আমিন উল আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপিআই-এর মহাপরিচালক খেনচান।

বিপিআই-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মহাপরিচালক খেনচান। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইউনূস আহমেদ খান, কোডার্সট্রাস্টের পক্ষে সিইও মো. শামসুল হক, বুয়েটের পিএমআরই বিভাগের পক্ষে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, এবং পেট্রোবাংলার পক্ষে সচিব ও সিনিয়র জিএম মো. আমজাদ হোসেন স্বাক্ষর করেন।

স্বাক্ষরকারীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও শিল্প খাতের এই মেলবন্ধন দেশের হাইড্রোকার্বন ও খনিজ সম্পদ আবিষ্কার, উত্তোলন, এবং দক্ষ জনবল তৈরিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, বিপিআই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন একটি জাতীয় প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান, যা দেশের জ্বালানি খাতে মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম