Logo
Logo
×

অন্যান্য

আবারও গুমের সংস্কৃতি ফিরে আসছে, অভিযোগ বিপিটির

Icon

শাহবাগ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম

আবারও গুমের সংস্কৃতি ফিরে আসছে, অভিযোগ বিপিটির

অন্তর্বর্তী সরকার গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর এবং পূর্ববর্তী আওয়ামী লীগ আমলের গুমের ঘটনার বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিলেও দেশে আবারও ‘গুমের সংস্কৃতি’ ফিরে আসছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কারস (বিপিটি)। সাম্প্রতিক দুটি ঘটনার উল্লে­খ করে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টির কথা জানিয়েছে সংগঠনটি। 

শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানান তারা।

সংবাদ সম্মেলনে বিপিটি’র কো-অর্ডিনেটর মো. নুর নবী লিখিত বক্তব্য রাখেন। তিনি বলেন, বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকার-এর তথ্যানুযায়ী, গত ১৫ বছরে বাংলাদেশে সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। যার মধ্যে ১৫০ জনেরও বেশি মানুষের কোনো খোঁজ মেলেনি। সাম্প্রতিক দুটি ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম মামুনুর রশিদ গত ২২ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। চার দিন পর ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী গত বুধবার সকালে নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকার রাস্তার পাশে গাছের সঙ্গে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, মুফতি মুহিবুল্লাহ জুমার খুতবায় নৈতিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ, আন্তঃধর্মীয় সম্পর্ক ও ইসকন নিয়ে নিয়মিত বক্তব্য রাখতেন। এর জের ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

নুর নবী বলেন, পূর্বের ন্যায় গুমের সংস্কৃতি ফেরত আসার ঘটনায় দেশের নাগরিকদের ভেতর উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। অভিযোগ যার দিকেই আসুক, সরকারকে এ ব্যাপারে আরও গুরুত্ব দিতে হবে। স্বাধীন দেশে কোনো মানুষ গুমের শিকার হবে না, এটাই আমাদের প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান এবং বিপিটি’র নির্বাহী সদস্য রায়হান চৌধুরী। সংগঠনটির নির্বাহী সদস্য আলমগীর হাসান সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। চোখে চোখ রেখে কথা বলেন। তিনি আরও দাবি করেন, মুফতি মুহিবুল্লাহ মাদানীকে তুলে নেওয়ার পেছনে হিন্দু ধর্মীয় একটি সংগঠন জড়িত ছিল। এ ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান সাবেক এই সেনা কর্মকর্তা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম