বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়নি: এনবিআর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেনাপোল স্থলবন্দরে রোববার সন্ধ্যা ৬টার পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত এ সংবাদের কোনো বাস্তব ভিত্তি নেই। বেনাপোল স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ কোনো নতুন আদেশ বা বিধিনিষেধ আরোপ করেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বের নিয়মে যথানিয়মে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ এবং রপ্তানি পণ্য বাংলাদেশের বাইরে বহির্গমন অব্যাহত রয়েছে। বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ যথারীতি সব ধরনের সেবা প্রদান করছে।
এনবিআর সংশ্লিষ্ট সকল সেবাগ্রহীতা ও ব্যবসায়ী সম্প্রদায়কে অনুরোধ করেছে— বিভ্রান্ত না হয়ে নিয়মিতভাবে বেনাপোল কাস্টমসের প্রদত্ত সেবা গ্রহণ অব্যাহত রাখতে।
