Logo
Logo
×

শেষ পাতা

ডিএমপির ৫০ থানার ওসি ও ১৪ ডিসিকে লটারিতে পদায়ন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিএমপির ৫০ থানার ওসি ও ১৪ ডিসিকে লটারিতে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে ১৪ উপপুলিশ কমিশনারকেও (ডিসি) বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে এই রদবদল করা হয়।

ডিএমপিতে এবারই প্রথম লটারিতে বড় এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে ৫২৭ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ৬৪ জেলার পুলিশ সুপার পদে লটারিতে পদায়ন করা হয়।

ডিএমপির আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিুবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে বর্ণিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলিকৃত ওসিদের মধ্যে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামানকে শাহবাগ থানা, সবুজবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে লালবাগ থানা, খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেনকে ক্যান্টনমেন্ট থানা, পল্টন থানার ওসি মো. নাসীরুল ইসলামকে বাড্ডা থানা, মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিনকে মোহাম্মদপুর থানা, শাহজাহানপুর থানার ওসি মো. জাহাঙ্গীরকে রামপুরা থানা, একই থানার মোহাম্মদ রাহাৎ খানকে রমনা থানা, মুগদা থানার শরীফুল ইসলামকে দক্ষিণখান থানা, শ্যামপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে খিলগাঁও থানা, ডেমরা থানার মাহমুদুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা, কদমতলী থানার মোহাম্মদ আইয়ুবকে নিউমার্কেট থানা, যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদারকে মতিঝিল থানা, গেন্ডারিয়া থানার গোলাম মর্তুজাকে হাতিরঝিল থানা, ওয়ারী থানার এম এ রউফ খানকে শ্যামপুর থানা, ভাষানটেক থানার ওসি মো. ফয়সাল আহমেদকে কোতোয়ালি থানার ওসি করা হয়েছে।

কাফরুল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে চকবাজার থানা, শাহআলী থানার গোলাম আজমকে মিরপুর মডেল থানা, রূপনগর থানার ওসি মোরশেদ আলমকে উত্তরা পূর্ব থানা, পল্লবী থানার ওসি মফিজুর রহমানকে ওয়ারী থানা, তেজগাঁও থানার মো. মোবারক হোসেনকে বিমানবন্দর থানা, আদাবর থানার এসএম জাকারিয়াকে দারুসসালাম থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেনকে ভাষানটেক থানা, শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হককে ভাটারা থানা, মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদকে উত্তরা পশ্চিম থানা, হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীমকে খিলক্ষেত থানা, শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমানকে সূত্রাপুর থানায় বদলি করা হয়েছে।

গেন্ডারিয়া থানার পুলিশ (তদন্ত) মনজুরুল হাসান মাসুদকে রূপনগর থানার ওসি, ডিএমপির লাইনওআরের পরিদর্শক মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়বকে মুগদা থানা ও ডিএমপির আইএডি বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। 

দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমানকে ডেমরা থানা, উত্তরখান থানার ওসি মো. জিয়াউর রহমানকে আদাবর থানা, তুরাগ থানার ওসি মনিরুল ইসলামকে শেরেবাংলা নগর থানা, উত্তরা পূর্ব থানার ওসি মো. ফজলে আশিককে কলাবাগান থানা, উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজুকে যাত্রাবাড়ী থানা, ভাটারা থানার ওসি রাকিবুল হাসানকে গুলশান থানা, খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেনকে কাফরুল থানা, গুলশান থানার ওসি হাফিজুর রহমানকে হাজারীবাগ থানা, ক্যান্টনমেন্ট থানার ওসি একেএম আলমগীর জাহানকে পল্লবী থানা, বাড্ডা থানার হাবিবুর রহমানকে উত্তরখান থানা, রমনা থানার গোলাম ফারুককে কামরাঙ্গীরচর থানা, হাজারীবাগ থানার মুহাম্মদ সাইফুল ইসলামকে ধানমন্ডি থানায় বদলি করা হয়েছে। শাহবাগ থানার ওসি খালিদ মুনসুরকে বনানী থানা, ধানমন্ডি থানার ওসি ক্যশৈনুকে তেজগাঁও থানা, নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হককে বংশাল থানা, কলাবাগান থানার মনিরুজ্জামানকে গেন্ডারিয়া থানা, সূত্রাপুর থানার সাইফুল ইসলামকে শাহজাহানপুর থানা, কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলামকে শাহজাহানপুর থানায়, বংশাল থানার রফিকুল ইসলামকে তুরাগ থানা, চকবাজার থানার শেখ আশরাফুজ্জামানকে কদমতলী থানা এবং লালবাগ থানার ওসিকে পল্টন থানায় বদলি করা হয়েছে। 

ডিসিদের পদায়ন : বদলি কর্মকর্তাদের মধ্যে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খানকে পিওএম-পশ্চিম বিভাগে, মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকছুদের রহমানকে প্রটেকশন বিভাগে, মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলীকে উত্তরা বিভাগে, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণ বিভাগে (অতিরিক্ত দায়িত্বে), গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে গোয়েন্দা-মিরপুর বিভাগে, প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হককে মিরপুর বিভাগের ডিসি, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলমকে গুলশান বিভাগের ডিসি, গোয়েন্দা রমনা বিভাগের ডিসি মো. আমীর খসরুকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে, পিওএম পশ্চিম বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগে, ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদকে মতিঝিল বিভাগের ডিসি, লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে ওয়ারী বিভাগে এবং গুলশান বিভাগের ডিসি মো. তারেক মাহমুদকে লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম