Logo
Logo
×

অন্যান্য

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

আহতদের দেখতে হাসপাতালে ব্রিটিশ হাইকমিশনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম

আহতদের দেখতে হাসপাতালে ব্রিটিশ হাইকমিশনার
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তার সঙ্গে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ছিল। 

সোমবার দুপুরে তারা বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। এ সময় আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে ব্রিটিশ হাইকমিশনারসহ ৯ জনের একটি প্রতিনিধি দল এখানে এসেছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকে আহতদের চিকিৎসা কার্যক্রমে ব্রিটিশ চিকিৎসক দলও যুক্ত হয়েছে। গত সপ্তাহ থেকে তারা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম