Logo
Logo
×

জাতীয়

তুরস্কের কাছে আধুনিক মাল্টিপারপাস জাহাজ হস্তান্তর করে যা বললেন শিল্প উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

তুরস্কের কাছে আধুনিক মাল্টিপারপাস জাহাজ হস্তান্তর করে যা বললেন শিল্প উপদেষ্টা

আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত

দেশের জাহাজ নির্মাণ (শিপ বিল্ডিং) শিল্প অত্যন্ত সম্ভাবনাময়। তৈরি পোশাকখাতের পরে গুরুত্বপূর্ণ জাহাজ শিল্প। তাই এই সম্ভাবনা কাজে লাগাতে এ খাতের বিদ্যমান আইন যুগোপযোগী করা হবে।

বিদেশে জাহাজ হস্তান্তর উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন।

অনুষ্ঠানে নিজেদের তৈরি জাহাজ হস্তান্তর করে আনন্দ শিপইয়ার্ড। সাড়ে ৫ হাজার টন ধারণক্ষমতার আধুনিক মাল্টিপারপাস জাহাজ তুরস্কের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ সময়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহিল বারী বলেন, এক সময়ে মানুষ যা স্বপ্নেও কল্পনা করেনি, আজকে তা বাংলাদেশ অর্জন করেছে। জাহাজ নির্মাণ দেশের শিল্পখাতে বিপ্লব।

আদিলুর রহমান খান বলেন, জাহাজ নির্মাণের মতো সম্ভাবনাময় শিল্পকে কাজে লাগাতে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা আইনটি যুগোপযোগী করার চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের হাতে সময় কম। তাই আমরা শুরু করে যাব। নির্বাচিত সরকার এসে সেগুলো বাস্তবায়ন করবে।

তিনি বলেন, তৈরি পোশাকখাতের পরে গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে জাহাজ নির্মাণ। এ শিল্প দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাই এই শিল্পে বৈচিত্র আনতে হবে।

আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহিল বারী বলেন, সোনারগাঁওয়ের জাহাজ তৈরির ঐতিহ্য আছে। এই ঐতিহ্য ধরে রেখেছে আনন্দ শিপইয়ার্ড। ঐতিহ্যবাহী এই নির্মাণ খাতে অভিভাবক শূন্য ছিল। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এই খাত এগিয়ে গেছে। কিন্তু দীর্ঘমেয়াদে অর্থায়নে সমস্যা রয়েই গেছে। এক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার। তিনি বলেন, জাহাজ নির্মাণখাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, বুয়েটের অধ্যাপক মীর তারেক আলী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান এবং এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম