Logo
Logo
×

জাতীয়

আট বছরেও সমাধানহীন রোহিঙ্গা সংকট, গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

আট বছরেও সমাধানহীন রোহিঙ্গা সংকট, গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টার

জাতিসংঘ ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারন অধিবেশনের ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আট বছর পেরিয়ে গেলেও মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিপীড়ন ও অধিকারবঞ্চনা অব্যাহত রয়েছে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রধান উপদেষ্টা বলেন, ‌‘রাখাইনে সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতি থেকে জন্ম নেওয়া বৈষম্যমূলক নীতি ও নিপীড়ন আজও চলমান। এই বৈষম্যমূলক নীতি অবিলম্বে পরিবর্তন করতে হবে।


তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান কেবল রাজনৈতিক উপায়ে সম্ভব, যেখানে মিয়ানমারের সব জাতিগত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে এবং রোহিঙ্গাদের সমান অধিকারসহ নাগরিকত্ব নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সহায়তা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বরাত দিয়ে ইউনূস বলেন, জরুরি তহবিল না পেলে রোহিঙ্গাদের মাসিক রেশন অর্ধেকে নামিয়ে প্রতিজনের জন্য মাত্র ৬ ডলার নির্ধারণ করতে হতে পারে।

তিনি সতর্ক করে বলেন, ‘এই পরিস্থিতি ক্ষুধা ও অপুষ্টি আরও বাড়িয়ে তুলবে এবং রোহিঙ্গাদেরকে মরিয়া পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।’

ঘটনাপ্রবাহ: সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম