পেপসোডেন্টের উদ্যোগে যুগান্তরে ফ্রি ডেন্টাল ক্যাম্প
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম
‘পেপসোডেন্ট ফ্রি ডেন্টাল ক্যাম্প’-এ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর কার্যালয়ে দিনব্যপী ‘পেপসোডেন্ট ফ্রি ডেন্টাল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি।
পেপসোডেন্ট ও দৈনিক যুগান্তর যৌথ এ আয়োজনে সেবা গ্রহীতাদের ওরাল হাইজিন বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসকরা সারাদিন যুগান্তরের সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দেড়শ মানুষেকে দাঁতের সেবা ও পরার্মশ দেন।
ডেন্টাল কেয়ার (অর্থোডন্টিকস অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার)-এর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চিকিৎসক ডা. তৌফিকুল ইসলাম রাহাত ও ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. সিনথিয়া সাবরিন-এর নেতৃত্বে দুই সদস্যের একটি চিকিৎসকদল এই সেবা দেন। এছাড়াও উপস্থিত ছিলেন পেপসোডেন্ট ক্যাম্পের চারজন স্বেচ্ছাসেবকসহ অন্যান্য কর্মকর্তারা।
ফ্রি ডেন্টাল ক্যাম্পে সকাল থেকেই যুগান্তরের বিভিন্ন বিভাগের কর্মীরা সেবা নিয়েছেন। ফটো বিভাগের সিনিয়র ফটোগ্রাফার মো. মনির আহমেদ বলেন, ‘এমন উদ্যোগ কর্মীদের জন্য খুবই উপকারী। আমরা ব্যস্ততার কারণে নিয়মিত দাঁতের খেয়াল রাখতে পারি না। এ ক্যাম্প থেকে দন্ত সেবা সম্পর্কে নিজে জানলাম। বাড়িতে স্ত্রী-সন্তানদেরও এ বিষয়ে সচেতন রাখতে পারবো।’
সিনিয়র সাব-এডিটর রেফায়েত হোসাইন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলাম। আজকে এই ক্যাম্পের মাধ্যমে একজন ডেন্টাল বিশেষজ্ঞের সুপরামর্শ পেয়েছি। এটি আমাদের মতো কর্মজীবীদের জন্য সত্যিই সহায়ক।’
ডা. তৌফিকুল ইসলাম রাহাত বলেন, দেশের সব বয়সের মানুষই কম বেশি দাঁতের সমস্যা আছে। এর মধ্যে শিরশিরে অনুভূতি বা সেনসিটিভিটি সমস্যা আছে প্রায় ৫০ শতাংশ মানুষের। ক্যারিজ এবং ক্যাভিটি (দাঁতের ক্ষয়জনিত সমস্যা) এবং মাড়ির রক্তপাত সমস্যা আছে প্রায় ৮০ শতাংশের। এই ক্যাম্পেইনে সেবা গ্রহীতাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে দাঁত ও মুখের রোগ নির্ণয়, চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিচ্ছি। ওরাল হাইজিন তথা দাঁতের স্বাস্থ্য ঠিক রাখার কৌশল সম্পর্কে ধারণা দিচ্ছি।
ডা. সিনথিয়া সাবরিন বলেন, ‘মানুষের মধ্যে দন্ত সেবা সম্পর্কে আগের তুলনায় সচেতনা বৃদ্ধি পেয়েছে। এ সেবায় অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি এসেছে।’ আজকের ক্যাম্পেইনে সেবা গ্রহীতাদেরকে জীবাণু মুক্ত (স্টেরিলাইজ) উন্নত সরঞ্জাম ব্যবহার করে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
দাঁতের চিকিৎসায় দেরি না করার পরামর্শ নিয়ে তিনি আরও বলেন, ‘অধিকাংশ মানুষ তখনই চিকিৎসকের শরণাপন্ন হন যখন সমস্যাটি গুরুতর হয়ে ওঠে। কিন্তু দাঁতের যেকেনো ধরনের সমস্যা দেখা দিলে, দ্রুতই সম্ভব চিকিৎসা নিতে হবে। অন্যথায় দিন দিন এই রোগের তীব্রতা ও চিকিৎসায় খরচ বেড়ে যেতে পারে।’
