Logo
Logo
×

জাতীয়

২৭ হাজার কোটি টাকায় যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম

জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

২৭ হাজার কোটি টাকায় চীন থেকে বিমান বাহিনীর জন্য ২০টি যুদ্ধবিমান কেনার খবর নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।’

সূত্র থেকে জানা যায়, সরকার ২৭ হাজার কোটি টাকা খরচ করে চীন থেকে ২০টি জে-১০সিই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনছে।

সশস্ত্র বাহিনী বিভাগের একটি নথিতে দেখা যায়, একেকটি উড়োজাহাজের প্রাক্কলিত মূল্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার, এই হিসেবে ২০টির দর এক হাজার দুইশ মিলিয়ন মার্কিন ডলার বা ১৪ হাজার ৭৬০ কোটি টাকা।

এর সঙ্গে স্পেয়ার পার্টস, আরও কিছু সরঞ্জাম, বীমা ও ভ্যাট, এজেন্সি কমিশন সব মিলিয়ে ২০টি উড়োজাহাজে খরচ দাঁড়াবে ২৭ হাজার ৬০ কোটি টাকা। আগামী ১০ অর্থ বছরে থোক বরাদ্দ থেকে এই অর্থ সঙ্কুলানের কথা বলা হয়েছে।

দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে এক সাংবাদিক বলেন, আপনি তো বিষয়টা জানেন স্যার–তখন অর্থ উপদেষ্টা বলেন, ‘জানলে যে সব বলে দিতে হবে, সেটা তো না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম