Logo
Logo
×

জাতীয়

‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৩১ পিএম

‘ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন

আগের ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডিতদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।

তিনি জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের মূল উদ্দেশ্য হলো ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে গোপনীয়তা, সুরক্ষা, বিশ্বস্ততা ও নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি ন্যায্যতা, আন্তঃপরিবাহিতা, ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা সংরক্ষণ এবং দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহিত করাও এই আইনের লক্ষ্য।

অধ্যাদেশ কার্যকর হলে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, ব্যবহার, পুনর্ব্যবহার, স্থানান্তর, প্রকাশ বা বিনষ্টকরণ—সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় থাকবে বলে জানান ফয়েজ আহমদ তৈয়ব। তিনি আরও বলেন, এটি দেশের ডিজিটাল খাতের উন্নয়ন ও নাগরিকের ডেটা অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

শফিকুল আলম জানান, দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ জন্য সরকার ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে।

সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম