Logo
Logo
×

জাতীয়

ময়মনসিংহে তিতাসের পাইপলাইন থেকে গ্যাস চুরির অপরাধে আটক ১৫

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:২৩ পিএম

ময়মনসিংহে তিতাসের পাইপলাইন থেকে গ্যাস চুরির অপরাধে আটক ১৫

ময়মনসিংহে তিতাসের পাইপলাইন থেকে গ্যাস চুরির অপরাধে ১৫ জনকে আটক করা হয়েছে/ছবি- যুগান্তর

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিযুক্ত ম্যাজিস্ট্রেট এবং তিতাস গ্যাসের নিজস্ব ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে। এসব অভিযানের ফলে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সাথে জড়িত দুষ্কৃতকারী চক্র এখন ময়মনসিংহ এলাকায় তাদের ঘাটি স্হাপন করেছে। এই চক্রটি অবৈধভাবে চুনা কারখানায় গ্যাস সংযোগ দিয়ে অবৈধভাবে টাকা আয় করছে। 

সে প্রেক্ষিতেই গত ২৬ অক্টোবর চর রঘুরামপুর, ময়মনসিংহ হতে নেত্রকোনাগামী ৬" × ১০০০ পিএসআইজি সঞ্চালন পাইপ লাইনের শম্ভুগঞ্জ, ময়মনসিংহ নামক স্থানে অবৈধ চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের লক্ষ্যে ০২টি সার্ভিস স্থাপন করা হয় এবং গ্যাস লিকেজ সৃস্টি হয়। তাৎক্ষণিকভাবে কোম্পানির কর্মকর্তা/কর্মচারী ও পুলিশের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগে জড়িত ১৫ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয় এবং থানায় মামলা করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ গ্যাস সংযোগের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩৮৯টি শিল্প, ৫২০টি বাণিজ্যিক ও ৭০,৮৯৮টি আবাসিকসহ মোট ৭১,৮০৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫২,৬৭৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়। এইসব অভিযানে ২৯১.৩ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম