ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে কয়দিন ঝরবে বৃষ্টি?
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিন জানিয়েছে, ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে ‘মন্থা’। এরপ্রভাব সরাসরি অবশ্য পড়ছে না বাংলাদেশে।
তবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূল ও সারাদেশে ৫ দিন বৃষ্টি হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ঝড়ের একটি প্রভাবিত অঞ্চল উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে সোমবার সন্ধ্যা থেকে ৫ দিন সারাদেশে বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে তেমন একটা পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। তিনি বলেন, এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। তবে দমকা বা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা নেই।
আবহাওয়া বার্তায় জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
