Logo
Logo
×

জাতীয়

শিক্ষার্থীরা মাঠে নয় স্ক্রিনেই সময় কাটায় বেশি: কাদের গনি চৌধুরী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পিএম

শিক্ষার্থীরা মাঠে নয় স্ক্রিনেই সময় কাটায় বেশি: কাদের গনি চৌধুরী

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা উদ্বোধনকালে কাদের গনি চৌধুরী। ছবি: যুগান্তর

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বর্তমানে আমাদের বড় সমস্যা হচ্ছে দেশের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে, তাতে আমাদের সামনে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ জাতি অপেক্ষা করছে। শিক্ষার্থীরা এখন মাঠে যেতে চায় না। তারা এখন স্ক্রিনেই সময় কাটায় বেশি, যা কোনোভাবেই কাম্য নয়। 

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা উদ্বোধনকালে তিনি এসব বলেন। 

কাদের গনি চৌধুরী বলেন ক্রীড়াই তারুণ্য, ক্রীড়াই শক্তি। জাতির সুস্থতা, জাতির আনন্দ ও গৌরব ক্রীড়াতেই নিহিত। তাই জাতীয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং গতি বাড়ায়। খেলাধুলার জন্য সবার আগে প্রয়োজন খেলার মাঠ। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে তাদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়। একটা সময় ছিল যখন মাঠ বা স্কুল-কলেজে খেলার মাঠ মুখরিত থাকত। এখন তেমনটা চোখে পড়ে না। বিশেষ করে শহরাঞ্চলে পুরোনো কিছু স্কুল-কলেজ ছাড়া নতুন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ নেই বললেই চলে। 

তিনি আরও বলেন, স্কুল থাকবে, মাঠ থাকবে না- শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে না এটা কি ভাবা যায়? মাঠের অভাবে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই, নেই সাংস্কৃতিক পরিবেশ। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা কোনোভাবে কাম্য নয়। স্কুলের কার্যক্রম শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। 

প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত খেলাধুলা ও শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, কলেজ পর্যায়ে শুধু শারীরিক শিক্ষা ও খেলাধুলায়ই অবহেলিত নয়, শারীরিক শিক্ষার শিক্ষকরাও চরমভাবে অবহেলিত। কলেজ পর্যায়ে শারীরিক শিক্ষা বিষয়টি চালুর মাধ্যমে এ বিষয়ের শিক্ষকদের প্রভাষক পদমর্যাদায় উন্নীত করা উচিত। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রথম শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন- ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, সারোয়ার আলম, জামায়াত নেতা মুহাম্মদ আবদুল জব্বার, এনসিপি নেতা একরামুল হক, ছাত্র অধিকার পরিষদের রবিউল হাসান তানজিম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও যুবদল নেতা এম মোর্শেদ হাজারী, মনসুর চৌধুরী, আজম খান, ওসমান তাহের সম্রাট, বেলাল উদ্দিন মুন্না, রিফাত চৌধুরী, মুজিবুর রহমান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম