মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয়: কাদের গনি চৌধুরী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
প্রধান অতিথির বক্তব্যে কাদের গনি চৌধুরী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয় এবং সমাজে ন্যায়বিচার, সমতা ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করে।
বুধবার ঢাকায় মানবাধিকার খবর আয়োজিত ‘মানবিক মানুষ সম্মাননা–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানবাধিকার মানুষের সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার নিশ্চয়তা দেয়। এটি জাতি, ধর্ম, লিঙ্গ বা অন্য কোনো পরিচয়ভেদ ছাড়াই সবার জীবন, স্বাধীনতা ও মর্যাদা সুরক্ষিত করে।’
বিএফইউজে মহাসচিব বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনে মানবাধিকার বারবার লঙ্ঘিত হয়েছে। দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা ছিল না, গুম–খুন, নির্যাতন, দুর্নীতি ও বৈষম্য ছিল নিত্যদিনের ঘটনা। তিনি অভিযোগ করেন, সাংবাদিক, পেশাজীবী, সেনা কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কেউ রেহাই পাননি।
কাদের গনি চৌধুরী বলেন, ‘আমরা এমন রাষ্ট্র চাই যেখানে দুর্নীতি, গুম, খুন, ক্রসফায়ার, দলীয় নিয়োগ ও বৈষম্য থাকবে না; আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে।’
তিনি স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরে বলেন, নতুন বাংলাদেশ হবে স্বাবলম্বী, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক। নারী-পুরুষের সমান অধিকার, বিনা খরচে শিক্ষা ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীতে রাজনৈতিক প্রভাবমুক্ত সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এমন রাষ্ট্র চাই যেখানে নৈতিকতা, মানবিকতা ও সমতা প্রতিষ্ঠিত হবে। সরকার হবে জনগণের সেবক, কোনো দলের নয়।’
নিজেকে বদলে দেওয়ার আহ্বান জানিয়ে কাদের গনি বলেন, ‘দেশ বদলাতে হলে আগে নাগরিকদের সততা, দেশপ্রেম ও নৈতিকতায় এগিয়ে আসতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি নাগরিককে সাহসী হতে হবে।’

