নষ্ট মোবাইল দান করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আহ্বান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মোবাইল রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম কোর্সের শিক্ষার্থীদের ট্রেনিং-সহায়তার জন্য এবার নষ্ট মোবাইল দান করতে সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
ফেসবুক পোস্টে লেখা হয়, টাকা-পয়সা তো আমরা কতই দান করি। কিন্তু কখনো পড়ে থাকা নষ্ট মোবাইল দানের কথা কি আমরা ভেবেছি? এবার এলো নষ্ট মোবাইল দান করার সুযোগ। আপনার নষ্ট মোবাইল এখন সদাকার উপকরণ!
পোস্টে আরও লেখা হয়, মোবাইল রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম কোর্সের জন্য আমাদের অনেকগুলো নষ্ট মোবাইল প্রয়োজন। শিক্ষার্থীদের ট্রেনিং-সহায়তায় আপনার পড়ে থাকা নষ্ট মোবাইলটি দান করতে পারেন।
শেষে লেখা হয়, একজন বেকার যুবকের দক্ষ ও স্বনির্ভর হওয়ার উপকরণ যদি হয় আপনার নষ্ট মোবাইল, ব্যাপারটা কতই না ভালো। তাই, আপনার পড়ে থাকা নষ্ট মোবাইলটি সরাসরি আমাদের অফিসে এসে দান করতে পারেন। কিংবা কুরিয়ারের মাধ্যমেও পাঠাতে পারেন।
নষ্ট মোবাইল পাঠানোর ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন; প্লট ৬২-৬৪, রোড ৩. ব্লক এ. আফতাবনগর, ঢাকা।
