Logo
Logo
×

জাতীয়

ন্যায়বিচারের তৃপ্তিতে সেজদা-মোনাজাত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

ন্যায়বিচারের তৃপ্তিতে সেজদা-মোনাজাত

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থান দমাতে গিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতাবিরোধী সেই অপরাধ সংঘটনের দায়ে শেখ হাসিনাকে আজ (সোমবার) মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পর হাইকোর্টের সামনে উপস্থিত জনতাকে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেছে।

রায় ঘোষণার পরপরই হাইকোর্টের সামনে ‘মঞ্চ ২৪’ নামের ব্যানারে একদল ছাত্র-জনতা সেজদা দিয়ে ও মোনাজাত করে সন্তুষ্টি প্রকাশ করেন।

সেজদার মোনাজাতে ‘মঞ্চ ২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ‘আল্লাহ আরশের মালিক, রহমতের ছোঁয়ায় আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। এখানে দাঁড়িয়ে আছে যারা, আল্লাহ যারা গুম ছিল, যাদের জীবন থেকে যৌবনের সুন্দর সময়টুকু কেটে গেছে। শেখ হাসিনা আমাদের এই জীবন থেকে যে সময়টুকু নিয়েছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে জনতার সামনে জাহান্নামের আজাব দিয়ে দিও।’

আরও পড়ুন
হাসিনার মৃত্যুদণ্ড

‘এই মাটিতে জুলাইয়ের বিচার যেন নিশ্চিত করতে পারি, সেই তৌফিক দান করো। এই মাটিতে যেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হয়। পৃথিবীর কেউ যেন আমাদের এই রাষ্ট্রের এক ফোটা দখল নিতে না পারে’-যোগ করেন তিনি।

এই মঞ্চের ব্যানারে রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, ‘আমাদের উচ্ছ্বাস বুঝাতে পারব না। আল্লাহর কাছে শুকরিয়া ন্যায়বিচার পেয়েছি। এই বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমার প্রশান্তি আসবে না, তারপরও আমি হাসতেছি। এ বিপ্লবের একমাত্র মাস্টামাইন্ড মহান আল্লাহ, তিনিই বিচার দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করেছি সিজদা দিয়ে।’

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনার রায়


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম