Logo
Logo
×

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০  বাংলাদেশি

লিবিয়া থেকে ফেরা বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

লিবিয়ায় আটক ও অনিয়মিত অবস্থায় থাকা আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে তারা দেশে ফিরেছেন। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচণায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকে সেখানে বিভিন্ন সময় অপহরণ, জিম্মি ও শারীরিক নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ পাওয়া গেছে। 

ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয় প্রত্যাবাসিতদের প্রতি।

আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পথ খরচা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা শতাধিক বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও আইওএম দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করে যাচ্ছে। এই প্রত্যাবর্তনও সেই চলমান উদ্যোগের অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম