Logo
Logo
×

জাতীয়

নতুন পে স্কেলের দাবিতে ডিসেম্বরে মহাসমাবেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

নতুন পে স্কেলের দাবিতে ডিসেম্বরে মহাসমাবেশ

নতুন পে স্কেলের দাবিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারী নেতারা। কমিশনকে দেওয়া আলটিমেটামের আগেই শনিবার (২২ নভেম্বর) এক বৈঠকে কয়েক ডজন কর্মচারী সংগঠন এই কর্মসূচি চূড়ান্ত করে। 

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে হওয়া বৈঠকে নেতারা জানান, দীর্ঘদিন লম্বিত বেতন কাঠামো সংস্কারের নিশ্চয়তা না পেয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বৈঠকে থাকা নেতারা বলেন, পে কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়ার ঘোষণা রয়েছে।

এদিকে পে কমিশন সূত্র জানিয়েছে, এখনো সুপারিশ চূড়ান্ত হয়নি। খসড়া তৈরির কাজ চলছে, যার প্রায় ৫০ শতাংশ সম্পন্ন। এই সপ্তাহে সচিবদের মতামত নেওয়ার পর চূড়ান্ত প্রতিবেদনের দিকে অগ্রগতি হবে।

উল্লেখ্য, গত জুলাইয়ের শেষে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনকে প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম