স্কুল-কর্মক্ষেত্রে নারীদের জন্য পৃথক টয়লেট বাধ্যতামূলক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটি স্কুল ও সরকারি প্রতিষ্ঠানেই মেয়েদের জন্য পৃথক টয়লেট থাকা বাধ্যতামূলক। তিনি বলেন, স্কুল যদি মেয়েদের জন্য আলাদা টয়লেট সরবরাহ না করে, তাহলে আমার দৃষ্টিতে সেই স্কুলের রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা নেই।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ মন্তব্য করেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
শারমীন আরও বলেন, একটি ছোট অবহেলার কারণে আমার বাচ্চা মেয়েটি শতভাগ শিক্ষা লাভ করতে পারছে না। সমাজ এতটাই অসংবেদনশীল। স্কুলগুলো যারা চালান তারা ভাবেন না, একটি সামান্য ব্যবস্থা শিশুদের জন্য কতখানি সুবিধা নিয়ে আসে। আমাদের কেন এটা অর্জন করতে হবে না?
উপদেষ্টা বলেন, আমাদের সরকারি অফিসেও মেয়েদের জন্য আলাদা সুব্যবস্থা নেই। অধিকাংশ রাষ্ট্রীয় দপ্তরে একই টয়লেট ব্যবহারের কারণে নারীরা ইনফেকশন ঝুঁকিতে থাকেন এবং তা সহ্য করতে হয়। এটি কোনো সংবেদনশীল ব্যবস্থা হতে পারে না।
তিনি আশা প্রকাশ করেন, স্কুল ও সরকারি প্রতিষ্ঠানে এই স্ট্যান্ডার্ড পরিবর্তন এবং নীতি প্রণয়নের উদ্যোগ সম্পন্ন হবে এবং তিনি দায়িত্বে থাকা পর্যন্ত এটি বাস্তবায়ন দেখতে চাইবেন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামী মঙ্গলবার থেকে শুরু হবে এবং ১৬ দিনের কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে অনুষ্ঠিত হবে সচেতনতামূলক প্রচারণা, র্যালি, আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন। পাশাপাশি জাতীয় হেল্পলাইন ১০৯-এর প্রচার, কুইক রেসপন্স টিমের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে উঠান বৈঠক ও কমিউনিটি সচেতনতা কার্যক্রম, আইনি সহায়তা এবং মনোসামাজিক কাউন্সেলিংয়ের আয়োজন থাকবে।

