যাত্রীবাহী বাসে অভিযান, ১৪ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর)। সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক ড. মোঃ আবু সাঈদ মিয়ার তত্ত্বাবধানে পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলী অভিমুখী সৌদিয়া নামের বাসটি আসাদগেট মোড়ে পৌঁছালে সেটিকে থামানো হয়। পরে বাসের ভেতর থেকে দুইজনকে আটক করা হয়। তাদের কাছে পাওয়া যায় ১৪ হাজার মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন কক্সবাজারের পেকুয়ার মোঃ পারভেজ মোশারফ (২৩) ও মোঃ মেজবাহ উদ্দিন (২১)। অভিযানের সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।
এই ঘটনায় পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
