Logo
Logo
×

জাতীয়

জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌপ্রধান

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌপ্রধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার এবং নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ নৌবাহিনী। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার এবং নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সোমবার (২৪ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের–ই–বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইনশাআল্লাহ, আমরা আমাদের দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করব।

নৌপ্রধান আরও বলেন, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, কন্টিনজেন্ট ও সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সাত হাজার ৫০০ সদস্য শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তিরক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত নৌবাহিনীর চারজন সদস্য শহীদ হয়েছেন। সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী দেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করছে—যোগ করেন তিনি। 

এদিন নবীন নাবিকদের মধ্যে সেরা চৌকশ নাবিক হিসেবে সর্বোচ্চ পেশাগত ও সামগ্রিক উৎকর্ষের জন্য ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন রিজান মোল্যা। ‘কমখুল পদক’ লাভ করেন মো. মারুফ হাসান মুন্না এবং ‘শের–ই–বাংলা পদক’ অর্জন করেন মো. হাসান আলী।

২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বি-২০২৫ ব্যাচের মোট ৪১৭ জন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। অনুষ্ঠানে তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম