Logo
Logo
×

জাতীয়

তফশিল ঘোষণা কবে জানালেন সিইসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম

তফশিল ঘোষণা কবে জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

গণভোট সম্পর্কে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে জনগণকে ভোটের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাবে। এ জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, আগে কখনোই পরিস্থিতি খুব ভালো ছিল না, তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, তবে সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে। 

মক ভোটিং প্রসঙ্গে সিইসি বলেন, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করাতে হলে কী ধরনের পরিবেশ প্রয়োজন, তা পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ বছরে অনেকেই ভোটদানের প্রক্রিয়া কাছ থেকে দেখেননি। তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো এবং শেখানোর জন্যই মক ভোটিং অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম