জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ এএম
‘জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন’-এর দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ডিজএবল ব্যক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ অটিজম এন্ড ডিজএবিলিটি ইন্সটিটিউটের (বাডি) উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন’-এর দাবিতে বুধবার (০৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ডা. জাহিদুল বারীর সভাপতিত্বে এবং মো. আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ড. হেলান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ২৪ মুক্ত মঞ্চের আহ্বায়ক ডিউক সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে ড. হেলান উদ্দিন বলেন, প্রতিবন্ধী বা ডিজএবল ব্যক্তিদের অবহেলা করা হলে এটি হবে চরম অন্যায়। প্রতিবন্ধী বা ডিজএবল ব্যক্তিদের অবহেলা নয়, তাদের এগিয়ে নেওয়ার মাধ্যমেই সমাজকে এগিয়ে নিতে হবে। সমাজের একটি শ্রেণীকে পিছনে রেখে কখনো সমাজ এগিয়ে যেতে পারে না। প্রতিবন্ধী বা ডিজএবল ব্যক্তিদের মধ্যে কেউ জন্মগত, আবার কেউ পরিবেশ-পরিস্থিতির শিকার। চব্বিশের জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তারা প্রতিবন্ধী বা ডিজএবল ছিল না।
তিনি আরও বলেন, প্রত্যেকেই আমাদের মতো সুস্থ এবং স্বাভাবিক ছিল। তারা দেশকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করতে নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে রাজপথে নেমে এসেছিল। তাদেরকে রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী পঙ্গু করে ডিজএবল করেছে। জুলাই যোদ্ধাদের প্রতি দয়া নয়, বরং নৈতিক দায়িত্ব ও মূল্যবোধ থেকে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। জুলাইয়ে শহীদদের পরিবার এবং আহত-পঙ্গুত্ব বরণকারীদের পুনর্বাসন রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করতে হবে। নতুবা রাষ্ট্র তাদের যথাযথ সম্মান করতে ব্যর্থ হবে।
জুলাই যোদ্ধাসহ প্রতিবন্ধী ও ডিজএবল ব্যক্তিদের পুনর্বাসনে প্রয়োজনীয় টেকসই ও স্থায়ী পদক্ষেপ গ্রহণে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

