করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মসজিদে মসজিদে দোয়া
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৪:১৬ পিএম
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মসজিদে মসজিদে দোয়া। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজের পর দোয়া-মোনাজাত করা হয়। এই ভাইরাস যেন ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় দোয়া করেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
এছাড়া জুমা নামাজের আগে ও পরে প্রতিটি মসজিদের করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেয়া হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নের মসজিদগুলোতে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নামাজের আগে ও পরে প্রতিটি মসজিদের করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে নানা পরামর্শ দেয়া হয়। এ সময় প্রতিটি মসজিদে শত শত মুসলি উপস্থিত ছিলেন।
সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে করোনা নিয়ে জনগণকে সচেতনা বাড়াতে শুক্রবার মসজিদের ইমাম ও খতিবদের আলোচনা করার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন ইউএনও রুনা লায়লা। নির্দেশনা পেয়ে জুমা নামাজের আগে উপজেলার প্রতিটি মসজিদের করোনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। পাশাপাশি এই ভাইরাসের কবল থেকে মুক্তির জন্য মোনাজাত ও দোয়া করা হয়।
লালমোহন (ভোলা) : লালমোহন করিম রোড জামে মসজিদে খতমে ইউনুছ পড়া হয়েছে। সকাল ১১টা থেকে মসজিদে মুসলিরা সমবেত হয়ে সোয়া লাখবার খতমে ইউনুছ পড়েন। পরে দোয়া মোনাজাত করেন মসজিদের খতিব মাওলানা আউয়াল।
গোলাপগঞ্জ (সিলেট) : গোলাপগঞ্জের মসজিগুলোতে জুমার নামাজের পর দায়া করেন মসজিদের ইমামরা। এর আগে মুসলির উদ্দেশ্যে করোনা নিয়ে সচেতনতামূলক বয়ান করেন তারা। এসময় মুসলিদের নামাজ পড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনার আহ্বান করা হয়।
রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে হাট-বাজারে লিফলেট বিরতরণসহ বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত করা হয়েছে। লিফলেট বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ও ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ (চাঁদপুর) : করোনা নিয়ে সচেতনতা বাড়াতে হাজীগঞ্জের কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ করেছে। এছাড়াও উপজেলার সবকটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মরণব্যাধি এ ভাইরাস থেকে বাঁচতে মুসলিরা মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন। এদিকে হাজীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে বড় সমজিদ, বায়তুল আমান ছোট মসজি ও মোহাম্মাদপুর পশ্চিমপাড়া জামে মসজিদে খতমে ইউনুছ, মিলাদ ও দোয়া করা হয়।
রায়পুর (লক্ষ্মীপুর) : ভাইরাস থেকে বাঁচতে মসজিদে মসজিদে কান্নায় ভেঙে পড়েন লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ। রায়পুরের হায়দরগঞ্জ সাইয়্যেদ তাহের কেন্দ্রীয় জামে মসজিদ, রায়পুর বড় মসজিদ, বাস্ট টার্মিনাল জামে মসজিদ, সাব-রেজিস্ট্রার জামে মসজিদসহ প্রায় ৫শ’ মসজিদের খতমে শেফা দোয়া পড়া হয়।
কাউনিয়া (রংপুর) : করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে ইসলামের বিধিবিধান মেলে চলার আহ্বান জানান কাউনিয়া রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা আ. কুদ্দুছ। তিনি বলেন, মুক্তির জন্য আমাদের আল্লাহর শরণাপন্ন হতে হবে। তিনি বলেন, ভালোভাবে অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যেসব অঙ্গ দিয়ে শরীরে ভাইরাস প্রবেশ করে তা ভালো করে ধোয়ার একমাত্র মাধ্যম অজু করা।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : ভাইরাস থেকে বাঞ্ছারামপুরবাসীসহ পৃথিবীর সব মানুষের হেফাজত কামনা করে মোনাজাত করা হয়। মহান আলাহ তায়ালা যেন সবাইকে রক্ষা করেন মোনাজাতে সেই দোয়া করেন মুসলিরা।
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরের ভাইরাস থেকে মুক্তি কামনায় মসজিদে মসজিদে প্রার্থনা অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন রামগোপালপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে ইমাম মাওলানা মো. জৈন উদ্দিন, উপজেলা কোর্ট মসজিদে ইমাম মাওলানা মো. আতাহার আলী, উপজেলা বড় মসজিদে ইমাম মাওলানা মো. মোস্তাকিম, পূর্বদাপুনিয়া জামে মসজিদের মাওলানা মো. রফিকুল ইসলাম, সতিশা খালপাড়া বায়তুল আমান জামে মসজিদে মাওলানা মো. হাবিবুর রহমান প্রমুখ।
