Logo
Logo
×

জাতীয়

ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১০:৩৮ পিএম

ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, ইমাম ও খতিবদের বেতন ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওয়াকফে যে মসজিদগুলো আছে সেগুলোতেও ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর বিধি জারি

ধর্ম উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি চলে যাব, তবে যাওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের সংস্কার করে দিয়ে যেতে চাই।

‘ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ওয়াকফের কার্যক্রম আমরা ডিজিটালাইজ করব’।

সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আগামী বছর থেকে হজের সহযোগী যারা যাবেন ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের ফ্যাসিলিটিস কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া পরিবহণ ফ্রি আমরা দেব তবে কোনো অ্যালায়েন্স আমরা দেব না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম