Logo
Logo
×

জাতীয়

ছেলের পরকীয়া ঠেকাতে ‘মায়ের কাণ্ড’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০১:৩৭ পিএম

ছেলের পরকীয়া ঠেকাতে ‘মায়ের কাণ্ড’

ছবি: ‍সংগৃহীত

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটটি বিলম্ব করার পেছনে উঠে এসেছে একটি পরিবারের পারিবারিক কলহ ও এক যুবকের পরকীয়া সম্পর্ক থামানোর চেষ্টার গল্প। পরকীয়া প্রেমিকাকে নিয়ে ছেলের নেপাল যাওয়া ঠেকাতেই ‘ভুয়া বোমা আতঙ্ক’ সৃষ্টি করেন মা।

শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। 

র‍্যাব জানিয়েছে, এ ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারেন- এ জন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে।

তিনি বলেন, সম্প্রতি বোমা আছে এমন এক ফোনকলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে বিমানটি তল্লাশি করে কোনো বোমা পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা তিনজনকে গ্রেফতার করেছি।

র‍্যাব ডিজি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন। যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়া থেকে আটকাতে পারেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম