উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ মাহিয়ার মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১২:৫৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চার দিন লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিয়া (১৫)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, বৃহস্পতিবার বিকালের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহিয়া মারা গেছে। তার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
মাহিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৩ জন। অপরজন মারা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
উত্তরায় একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় দগ্ধ হন একাধিক ব্যক্তি। দগ্ধদের মধ্যে অনেকেই ছিলেন গুরুতর অবস্থায়।
