উত্তরা বিমান বিধ্বস্ত
মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যু
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১১:১৬ এএম
শিক্ষার্থী জারিফ।ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশক্ষিণ বিমান বিধ্বস্তের ঘটনায় একে একে নিভে যাচ্ছে কোমল প্রাণগুলো। আগুনে ঝলসে যাওয়া ১৩ বছর বয়সি শিক্ষার্থী জারিফও অবশেষে হার মানল মৃত্যুর কাছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করে জারিফ।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের
আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, ‘জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে নিবিড়
পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব
হয়নি।’
এর আগে শুক্রবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই
শিক্ষার্থী—আইমান (১০) ও আব্দুল মুসাব্বির মাকিন (১৩)—জীবনের যুদ্ধে হেরে যায়। আইমানের
শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ২১ জুলাই দুপুর সোয়া ১টার দিকে দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল
অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই
ভবনে আগুন লেগে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় শিক্ষার্থীদের
দগ্ধ হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা এখন দেশের প্রতিটি মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে।

