Logo
Logo
×

জাতীয়

‘আমলা কেনাবেচা করে নির্বাচনি বৈতরণী পার হওয়ার কৌশল জনগণ মানবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৮:০১ পিএম

‘আমলা কেনাবেচা করে নির্বাচনি বৈতরণী পার হওয়ার কৌশল জনগণ মানবে না’

শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

তিনি বলেন, আমলা কেনাবেচা করে নির্বাচনি বৈতরণী পার করার পুরনো কৌশল জনগণ মেনে নেবে না। সরকার বার বার জনগণকে প্রতারিত করেছে। গণসার্বভৌমত্ব কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। 

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে ‘জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

বিএনপিকে উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, তরুণরাই আপনাদের মুক্তি দিয়েছে। আপনারা দলকে তরুণদের বিরুদ্ধে লেলিয়ে দেবেন না। 

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমাদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। ষড়যন্ত্রের বিপরীতে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় আমাদের বুঝতে হবে। শালীনতা বজায় না রেখে যদি আমরা অশ্লীল তর্কে জড়িয়ে পড়ি, সেটা হবে অনাকাঙ্ক্ষিত। জুলাই ঘোষণাপত্র দেওয়ার আইনি বৈধতা এই সরকারের আছে কিনা। 

সভায় গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান সভাপতিত্ব করেন। 

প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ব্রিগেডিয়ার জেনারেল অব. এটিএম জিয়াউল হাসান, গণমুক্তি জোটের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাসেম মাসুদ, কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, লে. কর্নেল অব. ফেরদৌস আজিজ, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, গণমুক্তি জোটের মহাসচিব আখতার হোসেন, ড. এ আর খান, ড. হুমায়ুন কবির, বিশিষ্ট লেখক গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক ও গবেষক আলাউদ্দিন কামরুল, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম