Logo
Logo
×

ছবি

মাঠ কাঁপাচ্ছে সাড়ে তিন বছরের ক্রিকেটার ঈসা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৩২ পিএম

১ / ৩
মাঠ কাঁপাচ্ছে সাড়ে তিন বছরের ক্রিকেটার ঈসা
২ / ৩
মাঠ কাঁপাচ্ছে সাড়ে তিন বছরের ক্রিকেটার ঈসা
৩ / ৩
মাঠ কাঁপাচ্ছে সাড়ে তিন বছরের ক্রিকেটার ঈসা

বয়স সাড়ে তিন বছর। বাবার কোলে চড়েই যায় মাঠে। বয়স কম হলেও মাঠ কাঁপায় ব্যাট ও বলে। কখনো ব্যাট হাতে মারছেন চার-ছক্কা আবার কখনো বল হাতে করছেন লেগ স্পিন বল।

কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট ক্রিকেটার মোহাম্মদ ঈসা দুই বছর বয়স থেকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ দেখায়। এ আগ্রহ দেখে বাবা তাকে ক্রিকেট অনুশীলন করাতে থাকেন। এখন তার খেলা দেখে অবাক স্থানীয়রা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদ মাঠে ছোট্ট শিশু মোহাম্মদ ঈসা তার বাবার সঙ্গে ক্রিকেট অনুশীলন করে থাকে। বৃষ্টি বাদলের দিন পরিষদের বারান্দায় চলে অনুশীলন। সাড়ে তিন বছরের ঈসা ইতোমধ্যেই রপ্ত করেছে ব্যাটিংয়ের জটিল কৌশল। বল দেখে কখনো হাঁকান ছক্কা আবার কখনো মারে চার। শুধু ব্যাটিং নয় সমানতালে করে বলও। আয়ত্ত করছে লেগ স্পিন বল। তার খেলা দেখে অবাক পথচারী থেকে এলাকাবাসী। ঈসা মাঠে আসলেই ভিড় জমায় সবাই। এলাকাবাসীর ভাবনা ঈসা একদিন বড় ক্রিকেটার হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম