জীবনানন্দ দাশ স্মরণে নাট্যোৎসব
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কবি জীবনানন্দ দাশের স্মরণে একটি নাট্যোৎবের আয়োজন করছে নাটকের দল থিয়েটার ফ্যাক্টরি। ২২ অক্টোবর কবির ৭১তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর দলটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। দুটি বিষয়কে সামনে রেখে এ নাট্যোৎসবের উৎসব আয়োজন করেছে দলটি। এটি আজ থেকে শুরু হয়ে চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আজ সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে ‘কমলা রঙের বোধ’ নাটকের প্রদর্শনী দিয়ে শুরু হবে এ আয়োজন। কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে রচিত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় দলের মহড়াকক্ষে অনুষ্ঠিত হবে আড্ডা অনুষ্ঠান ‘আমাদের জীবনানন্দ’। ২০ অক্টোবর একই স্থান ও সময়ে থিয়েটার ফ্যাক্টরি উদযাপন করবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। ২১ ও ২২ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘কমলা রঙের বোধ’ নাটকের আরও দুটি প্রদর্শনী। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাইদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনূর ইহসান দিগন্ত, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজিব, শিশির বিন্দু, তাহমিনা মুন্নী, সূর্য সরকারসহ আরও অনেকে। নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সংগীত পরিকল্পনায় রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ। দলটি জানিয়েছে, গত আট বছরে তারা মঞ্চে এনেছে পাঁচটি নাটক। এ প্রসঙ্গে অলোক বসু বলেন, ‘থিয়েটার ফ্যাক্টরি প্রতিষ্ঠার সময় আমাদের উদ্দেশ্য ছিল ভালো কিছু নাটক করা। শুধু নাটকের প্রদর্শনীই করে যাব, এমন ধারণায় আটকে না থেকে এমন কিছু করতে চেয়েছি যেটা উদাহরণ হয়ে থাকবে, দর্শকের মনে রয়ে যাবে। এরপর থেকে আমরা নানামুখী কর্মসূচি, আয়োজন নিয়ে এগিয়ে যাচ্ছি।’
