Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

আবদুল হাই শিকদারের কবিতা

সাত নভেম্বর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাত নভেম্বর

তিরিশ লক্ষ প্রাণ ডাক দিলো মধ্যরাতে-

তোমার বাসর ঘরে ঢুকে যায় বিভেদের সাপ

আর তুমি গাঢ় ঘুমে ও বেহুলা এলোচুল বালিশে ছড়িয়ে

কাল আর ওই চোখে ভোর হবে নাকো

তোমার ছেলেরা কই চারদিকে ঘোরে বৈরী হাওয়া

হাঙর কুমির জলে

দরোজায় হিংস্র হায়েনা

তোমার বুকের খুনে পতপত প্রিয় স্বাধীনতা

তোমার দেশের মাটি তাকে ঘিরে ক্রূর দাপাদাপি

তার দুধে ভাগ চায় কোন বিভীষণ

এখনও তোমার চোখে ঘুম কেনো হায়

সহসা বিদ্যুৎ ফাটে আকাশে আকাশে

অন্ধকার নিভে গেলে

চাঁদের চাঙর ভেঙে গড়ে ওঠে প্রস্তর যুগ

স্বাধীনতা স্বাধীনতা বলে ডেকে ওঠে ভূরুঙ্গামারী

স্বাধীনতা স্বাধীনতা বলে হাজার নদী

সবুজ সত্যে ঘেরা জনপদ ও আলোর পাহাড়

দু’চোখের ঘুম টান দিয়ে ভাঙে মহান নগর

মানুষে মানুষে এ কোন মিতালী

সূর্যগন্ধা আগুনমুখী

লাফ দিয়ে জাগে চট্টগ্রামে ক্রুদ্ধ বাতাস :

‘ডাকাত পড়েছে যখন গাঢ় ঘুমে হিম ছিলো গাঁ

এখন জোয়ার জেগে ওঠো ভাই মানুষের বাচ্চারা

জাগো দেখি ভাই ভোরের মোরগ জাগো শিমুলের ডাল

তোমাদের প্রেম অন্তরে মেখে ক্রোধ হোক আরও লাল’

তিরিশ লক্ষ শহীদ ডাক দিলো মধ্যরাতে

টলমল করে কেঁপে ওঠে মাটি মহানগরে

সুবেহ সাদেকের আবছা হাওয়ায় দপ করে জ্বলে

শপথের দৃঢ় শিলায় শিলায়

মাটি ফেটে জাগে তিতুর বাহিনী

নতুন কাহিনী হাতে নিয়ে আসে

লক্ষ মানুষ

বারুদ ও গোলাপে নির্মিত হয়

এ কোন কাহিনী

সাত নভেম্বর

তোমার কণ্ঠস্বর

অজস্র বছর

স্বাধীনতা আর মানবিকতার কালবৈশাখী ঝড়

গোলাপের চেয়ে পবিত্র আর

হৃদয়ের চেয়ে প্রিয়

আমার আকাশ আমার বাতাস শিল্পিত নির্মাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম