ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
একটি অদৃশ্য দেয়াল আছে,
আমাদের মাঝে,
তুমি আছো ওপ্রান্তে,
আমি একা এপাশে।
তোমার স্পর্শ যেন পাই বাতাসে,
তবু হাত বাড়ালেই শূন্যতায় মেশে।
রাতের নিস্তব্ধতা—
আর তোমার নাম হৃদয়ে,
আমার ভালোবাসা
হারিয়ে যায় শূন্যতায়!
প্রতিদিন মন খারাপ করে,
তোমাকেই বারবার ডাকি—
তুমি কি শুনতে পাও?
আমার ভালোবাসা
কেন বারবার হেরে যায়,
সেই অদৃশ্য দেয়ালের জন্য!
এটি এমন একটি দেয়াল,
যা কখনও ভাঙ্গা যাবে না।
এমন এক নীরব আঘাত,
যা ধীরে ধীরে,
গেঁথে বসে আমার বুকে,
আমার প্রতিটি স্পন্দনকে
ক্ষতবিক্ষত করে।
যেন তুমি আছো খুব কাছে,
কিন্তু আসলে অনেক দূরে।
তুমি কি জানো কেমন লাগে?
যখন কারো উপস্থিতি এত স্পষ্ট,
তবুও সে থাকে না!
আমি যেন প্রতিদিন,
বার বার ভেঙে পড়ি,
তোমার নীরবতা—
আমার বুকের ভেতরে,
অদৃশ্য কাঁটার মতো বিঁধে যায়!
মাঝে মাঝে ভাবি,
দেয়ালের এপাশে যদি তুমি থাকতে,
তাহলে কেমন হতো?
তোমার চোখের আলো কি
আমার চোখের কষ্ট
মুছে দিতে পারতো?
কিন্তু এই প্রাচীর,
আমার প্রতিটি প্রশ্নকে
আমার কাছে ফিরিয়ে দেয়!
আমাকে মনে করায়,
আমরা কেউ কারও নই,
শুধু দেয়ালের দু'পাশের
দুজন অপরিচিত কেউ!
