Logo
Logo
×

অন্যান্য

৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৯৩টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন।

ঘোষিত তালিকা অনুযায়ী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে নির্বাচন করবেন। দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল পাবনা-৪ ও ঢাকা-১০ আসনে লড়বেন। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতার নির্বাচন করবেন ঢাকা-১২ আসনে।

বুধবার রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী, দেওয়ান আবদুর রশীদ, মনির উদ্দিন পাপ্পুসহ কেন্দ্রীয় নেতারা।

সংসদীয় আসনভিত্তিক গণসংহতি আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা হলেন—

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম