শেখ হাসিনার রায় ন্যায়বিচারের পথে অগ্রগতি: গণসংহতি আন্দোলন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফ্যাসিস্ট অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে গণসংহতি আন্দোলন–জিএসএ। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এ মন্তব্য করেন।
বিবৃতিতে তারা বলেন, শত শত মানুষের আত্মদান ও দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবির প্রেক্ষাপটে ঘোষিত এই রায় ন্যায়বিচারের পথে এগিয়ে যাবে বলেই তারা আশা করেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতাসীন অবস্থায় দেশে গুম, খুন, লুটপাট, দুর্নীতি, অর্থপাচার, গণহত্যাসহ অসংখ্য অপরাধ সংগঠিত করেছে এবং এসব ঘটনার পক্ষে বরাবরই সাফাই গেয়ে এসেছে।
গণসংহতি আন্দোলনের বিবৃতিতে বলা হয়, এসব ঘটনার প্রত্যেকটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, আদালত নির্মোহভাবে বিচারপ্রক্রিয়া এগিয়ে নেবে এবং দেশের মানুষের প্রাপ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক অধিকার হরণ ও জনগণের ওপর সংঘটিত অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার, এবং জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায় নিরূপণ বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা—ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তাদের দাবি, ভবিষ্যতে কোনো ধরনের নিষ্ঠুরতা, হত্যাযজ্ঞ বা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে এই বিচার একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
