Logo
Logo
×

রাজনীতি

শহীদ হাদির মৃত্যুতে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের শোক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম

শহীদ হাদির মৃত্যুতে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জনায়, `ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার (শহীদ ওসমান হাদি) অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।মহান আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমীন।’

গত ১২ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম