Logo
Logo
×

রাজনীতি

মুলাদী-বাবুগঞ্জ উপজেলার উন্নয়ন নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

মুলাদী-বাবুগঞ্জ উপজেলার উন্নয়ন নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ

ফাইল ছবি

বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আমার বাংলাদেশ (এবি) পাটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মঙ্গলবার দুপুর ১টার দিকে মুলাদী প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার উন্নয়নমূলক কাজ নিয়ে তার চিন্তাধারা ও কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, সদস্য সচিব জিএম রাব্বী, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য মো. হায়দার ভূঁইয়া, মো. নাঈম ভূঁইয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগামী ডিসেম্বর মাসে মীরগঞ্জ ব্রিজের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) এলাকার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের জন্য সাহায্য ও সহযোগিতা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মুলাদী উপজেলার জন্য কাঁচা ও সলিং রাস্তা, ২৭টি কালভার্ট, ৪৫টি গভীর নলকূপ, ৩৪টি মসজিদ ও মন্দির সংস্কারের কাজ। উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে বরাদ্দ প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানান ব্যারিস্টার ফুয়াদ।

এছাড়া মুলাদী উপজেলার ১৮টি রাস্তা পাকার করার কার্যাদেশ বিবেচনাধীন রয়েছে এবং মুলাদী প্রেস ক্লাবের মেরামত ও সংস্কারের জন্য ২ লাখ টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে বলে জানান ব্যারিস্টার ফুয়াদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম