জনগণ হারানো ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে: ডা. জাহিদ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে- এটা প্রধান উপদেষ্টা বলেছেন। নির্বাচন কমিশন এটা বলেছে এবং দেশের রাজনৈতিক দলগুলোও চায়। দেশের জনগণ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু কেউ কেউ নির্বাচনকে বানচাল করার জন্য বলছেন- আবার নাকি ওয়ান ইলেভেন আসবে, আবার নাকি দেশে স্বৈরাচারের আবির্ভাব হবে। যারা নির্বাচনের পথ প্রশস্ত করতে ওয়ান ইলেভেনের ভয় দেখান এবং ষড়যন্ত্র করছেন, তারা জোয়ার ভাটার এই দেশে জোয়ারের পানিতে ভেসে যাবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সুশাসনের জন্য, জনগণের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বৈরাচারের বিতাড়িত করার জন্য একসঙ্গে রাজপথে ছিলাম। তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন রাজপথে না থেকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করুন। আলোচনার টেবিলই একমাত্র উত্তম জায়গা। টেবিলেই বসে সব সমস্যার সমাধান হবে।
শিক্ষকদের উদ্দেশে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আগামীতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে।
দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বাকশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব মো. আজিজুল হক রাজা।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
