Logo
Logo
×

রাজনীতি

‘নির্বাচন ভণ্ডুল করতে কেউ কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায়’

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

‘নির্বাচন ভণ্ডুল করতে কেউ কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায়’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদসদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘অনেক বিলম্ব হলেও সরকার বুঝতে পেরেছে যে, নির্বাচন ছাড়া তাদের আর কোনো কাজ নেই। সোজা নির্বাচনের দায়িত্ব মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ড. ইউনূস বিশ্বমঞ্চে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কেউ কেউ ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায়।’

তিনি বলেন, ‘দেশে যত নৈরাজ্য, সামাজিক সংকট, সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে, তত বেশি নিরীহ মানুষকে ব্যবহার

করার সুযোগ তৈরি হবে। আমরা চাই, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের নেতৃত্বে পরিচালিত হবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা।’

বরিশালের গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।    

উপজেলার টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পালের সঞ্চালনায় বক্তব্য দেন- বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি নির্মল হালদার, সাধারণ সম্পাদক মানিক আচার্য, শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, সহ-সভাপতি বিমল কুণ্ড প্রমুখ।

একই দিনে গৌরনদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আকন কুদ্দুসুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি বিভাজন চেনে না। এ মাটিতে সবার রক্ত, সবার অশ্রু মিশে আছে। পূজার আনন্দ কিংবা ঈদের খুশি, কোনো একক সম্প্রদায়ের নয়, বরং সবই বাঙালির যৌথ সম্পদ। সম্প্রীতি আমাদের শুধু ঐতিহ্য নয়, বরং এটি আমাদের অস্তিত্ব। যারা ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায়, তারা জাতির শত্রু। বাংলাদেশে কোনো মানুষ সংখ্যালঘু নয়, এ দেশ প্রতিটি নাগরিকের সমান অধিকার।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী সরোয়ার, গৌরনদী উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বেবি প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম