Logo
Logo
×

রাজনীতি

ফ্যাসিবাদ বিদায়ের পর গণতন্ত্র সামনে আসবে এটাই স্বাভাবিক: টুকু

Icon

যুগান্তর প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম

ফ্যাসিবাদ বিদায়ের পর গণতন্ত্র সামনে আসবে এটাই স্বাভাবিক: টুকু

গাছের চারা রোপন করছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: যুগান্তর

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। তাদের পছন্দমতো সরকার গঠন হয়নি। ফ্যাসিবাদ বিদায়ের পর গণতন্ত্র সামনে আসবে এটাই স্বাভাবিক। 

সোমবার (১৩ অক্টোবর) বিকালে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ ও মডেল মসজিদে তালগাছের চারা রোপণ শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মানুষ এখন জনগণের ভোটের নির্বাচিত সরকার চায়। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। পিআর পদ্ধতির বিভিন্ন কথা তুলে নির্বাচন বানচালের চেষ্টা করলে এ দেশের জনগণ তা মেনে নেবে না। আর যারা এমন কথা বলছেন, তারা মুখে এক কথা বলছেন, আর কাজে আরেকটা করেন। এখন বলছে পিআর পদ্ধতি আর ছয় মাস আগে থেকে তাদের প্রার্থী ঠিক করে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছে। এটা মুনাফিকি কাজ। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ২৫ থেকে ৩০ কোটি বৃক্ষ রোপণ করা হবে। তারই ধারাবাহিকতায় আমি টাঙ্গাইলের বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৮০ হাজার বৃক্ষ উপহার দিয়েছি। পাশাপাশি আমি এখন তালগাছ রোপণ করছি। 

তিনি বলেন, তালগাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে। টাঙ্গাইল এক সময় প্রচুর তাল গাছ ছিল। আমি লক্ষ্য করেছি, বিগত কয়েক দিন যাবত দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। কোমলমতি শিশুরা স্কুলে আসে, মুসুল্লি ও ইমামরা মসজিদে আসে, আসতেই হয়- নামাজ আদায় করার জন্য। সেই দুর্ঘটনা থেকে যাতে তারা রক্ষা পায় সেজন্য আমি স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করছি। সদরের মানুষকে বজ্রপাত থেকে রক্ষা করতে টাঙ্গাইল সদরের প্রতিটি এলাকায় তালগাছ রোপণ করা হবে। 

টুকু বলেন, দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল বিএনপি। সেই দলে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তারা সবাই যোগ্য। সবারই মনোনয়ন চাওয়ার অধিকার রয়েছে। দল বিবেচনা করে মনোনয়ন দেবে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবে এটাই স্বাভাবিক। 

এ সময় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাভসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম