বিএনপি ক্ষমতায় আসবে বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল: মেজর হাফিজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, কিছু কিছু দল দেখেতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হতে পারে তা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা চায় নির্বাচন যাতে আরও দেরিতে হয়।
তিনি আরও বলেন, তাদের ষড়যন্ত্রের একটা ধাপ হলো পিআর সিস্টেম নির্বাচন চাওয়া। যে সিস্টেম নিয়ে মানুষ বোঝেই না। এ পদ্ধতির নির্বাচন হলে এলাকার মানুষ তাদের প্রতিনিধিকেই চিনবে না। বিএনপি চারবার ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ছিল। দেশের মানুষের সবচেয়ে প্রিয় দল বিএনপির সাথে নির্বাচন করে এরা টিকতে পারবে না ভেবে একাত্তরে দেশের বিরোধিতাকারী ও নতুন দল জোট হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং চরের ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের মধ্যে চোর, গুণ্ডা, বদমাইশ যেমন ছিল, তেমন ভালো লোকও ছিল। তারা যদি বিএনপি করে করতে পারে। কিন্তু যারা অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে তাদের কিন্তু ক্ষমা নেই। তারা এক সময় চরের জমি নিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে। চরের জমির মালিকদের চাষাবাদ করতে দেয়নি। গত কয়েক বছর ধরে চরের জমি প্রকৃত মালিকদের বঞ্চিত করে পার্শ্ববর্তী জেলা ও উপজেলার লোকদের সাথে হাত মিলিয়ে তরমুজ চাষ করে কোটি টাকার মালিক বনে গেছেন তারা। তাই এবছর থেকে আর চরের জমির প্রকৃত মালিক ছাড়া অন্য কেউ তরমুজ চাষ করতে পারবেন না। যার জমি সে নিজে যদি চাষ করতে পারে ভালো, না হয় নিজেরা অন্য ফসল ফলাবেন। কোনো দলের পরিচয়ে কেউ জমি দখল করতে চেষ্টা করবেন না।
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময়ে নদী ভাঙনের আগে মেঘনায় ব্লক ফেলা হয়েছিল। এতে লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন মেঘনা নদীর ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে আল্লাহর রহমতে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা মো. ফরিদ উদ্দিন, নিবর কুমার দে, ধলীগৌরনগর (পূর্ব) বিএনপির সভাপতি ইউসুফ মেম্বার প্রমুখ।
