Logo
Logo
×

রাজনীতি

টুঙ্গিপাড়ার মানুষের প্রতি আ.লীগের আস্থা-বিশ্বাস ছিল না: জিলানী

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম

টুঙ্গিপাড়ার মানুষের প্রতি আ.লীগের আস্থা-বিশ্বাস ছিল না: জিলানী

টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের প্রতি আওয়ামী লীগের কোনো আস্থা ও বিশ্বাস ছিল না। এজন্য ভোট কেটে ব্যালট বাক্স ভরা হয়েছিল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

সোমবার রাতে (২৭ অক্টোবর) উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেট চত্বরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জিলানী বলেন, আওয়ামী লীগের বিশ্বাস থাকা উচিত, এ অঞ্চলের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মার্কায় (নৌকা) ভোট দেবে; কিন্তু আমরা দেখলাম উল্টো, নৌকা মার্কা দিয়ে একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে কিন্তু অন্য যত প্রার্থী দাঁড়িয়েছে সবাইকে প্রশাসনিক ভয়ভীতি দেখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর দুপুর ১২টার মধ্যে ব্যালট বাক্স ভরে গেছে। এ অঞ্চলের সাধারণ মানুষের প্রতি ওই দলটার কোনো আস্থা ও বিশ্বাস ছিল না বলেই অন্য কোনো প্রার্থীকে এখানে নির্বাচনের সুযোগ দেওয়া হয় নাই। 

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে কখনো দলীয় নির্বাচন ছিল না। টুঙ্গিপাড়ায় অনেক ভালো মানুষ আছেন যারা সামাজিকতাকরণ, জনপ্রিয়তা রয়েছে- তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান; কিন্তু বিশেষ প্রতীকের প্রার্থীকে জয়ী করতে ভোট কাটা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মানুষকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমরা এলাকার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। যে রাজনীতি দেশের মানুষের কল্যাণে কাজ করবে। 

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের।

সভায় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রেয়াজউদ্দিন লিপটন, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম