Logo
Logo
×

রাজনীতি

লালমনিরহাট-৩ আসনে ধানের শীষ পেলেন আসাদুল হাবিব দুলু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

লালমনিরহাট-৩ আসনে ধানের শীষ পেলেন আসাদুল হাবিব দুলু

আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবারও মনোনয়ন পেয়েছেন। রংপুরে বিএনপির জনপ্রিয় এই নেতা এর আগে বারবার সংসদ নির্বাচিত হয়েছিলেন।

আসাদুল হাবিব দুল লালমনিরহাট-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। এর আগেও তিনি এই আসন থেকে ভোট করেন। 

সোমবার গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। 

এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন ডা. এ জেড এম জাহিদ হোসেন  প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম