কুমিল্লা–৬ আসন
মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনকে নিয়ে যা বললেন ধানের শীষ পাওয়া মনিরুল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
হাজী আমিনুর রশিদ ইয়াছিন (বামে) ও মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। তবে একই আসনে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ও ২০১৮ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করা চেয়ারপারসনের উপদেষ্টা আরেক উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। তিনি মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা টানা চার দিন ধরে নানা কর্মসূচি পালন করছেন। এ পরিস্থিতিতে হাজি ইয়াছিনকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মনিরুল হক।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরুল হক চৌধুরী বলেন, ‘হাজী ইয়াছিন সাহেব এখানে দীর্ঘদিন যাবৎ দলের সঙ্গে জড়িত ও নেতৃত্বে ছিলেন। তিনিও একজন দাবিদার। আমি বলেছি, চেষ্টা করব কুমিল্লা যাওয়ার আগে হাজী ইয়াছিনের সঙ্গে কথা বলে আসার জন্য। দলের সভাপতি সুমন সাহেবকে (কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন) বলেছি, অবিলম্বে দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিন।’
তিনি জানান, ‘মনোনয়ন ঘোষণার আগে আমি প্রার্থী হিসেবে যখন যেখানে যেভাবে ইচ্ছা গিয়েছি। কিন্তু মনোনয়ন পাওয়ার পর আমার সব প্রোগ্রাম, সাক্ষাতকার, কখন কাদের সঙ্গে বসবো-এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আমার দল। আমি দলকে বলেছি- অবিলম্বে সকল পর্যায়ের নেতকর্মীদের সঙ্গে যেন আমাকে বসার ব্যবস্থা করে দেয় এবং দল এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’
মনিরুল হক বলেন, ‘আমি নিজে হাজী ইয়াছিন সাহেবকে বেশ কয়েকবার টেলিফোন করেছি। আমি একজনকে বলেছি- তার (ইয়াসিন) সঙ্গে যে একটু দেখার করার ব্যবস্থা করে দেন, আমি ইয়াছিন সাহেবের বাসায় যেতে চাই।’
তবে হাজী ইয়াছিন মনিরুল হকের টেলিফোন ধরেনি। তাই বার্তাবাহক ধরেছেন বলে তিনি জানান।
ইয়াছিনের অনুসারীদের উদ্দেশে মনিরুল হক বলেন, ‘আমি সকল পর্যায়ের নেতাকর্মীদের বলবো- আপনারা ইয়াসিনের সঙ্গে কাজ করেছেন, আমাকেও একবার দেখুন। আমি আপনাদের কাজে লাগবো, কুমিল্লার কাজে লাগবো। নেতাকর্মীরা কেউ আমার প্রতিপক্ষ না, হওয়ার সম্ভাবনাও নাই। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আসুন আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করি। আমি কথা দিচ্ছি- আমার দ্বারা ভালো কিছু না হলেও, আপনাদের ক্ষতি হবে না।’
এদিককে, বৃহস্পতিবার কুমিল্লা শহরের কান্দিরপাড়ে হাজি আমিনুর রশিদ ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা, গণইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন তার অনুসারীরা। সেখানে বক্তারা বলেন, ‘এলাকার উন্নয়ন, সাংগঠনিক ঐক্য ও ত্যাগের স্বীকৃতি হিসেবে ইয়াসিন সাহেবকেই প্রার্থী দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ।’
মনোনয়ন না পাওয়ায় ইয়াসিনপন্থিরা টানা চার দিন ধরে বিক্ষোভ, মশাল মিছিল, সড়ক অবরোধ, নারীদের সমাবেশ ও বিশেষ দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, তৃণমূলের মতামত বিবেচনা না করেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা–৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম প্রকাশ করা হয়। এর পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।
২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা–৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন হাজি আমিনুর রশিদ ইয়াছিন, আর মনিরুল হক চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন কুমিল্লা–১০ আসনে। পরবর্তী সময়ে সীমানা পুনর্বিন্যাসে সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা–১০ থেকে বাদ পড়ে কুমিল্লা–৬ আসনের সঙ্গে যুক্ত হয়। ফলে নতুন সীমানার আওতায় এবার প্রার্থী হয়েছেন মনিরুল হক।
অন্যদিকে, পুরোনো সীমানার রাজনীতিতে নেতৃত্বের ধারাবাহিকতা ও সাংগঠনিক ত্যাগের স্বীকৃতি দাবি হাজী ইয়াছিনকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চান তার সমর্থকেরা।
কুমিল্লা–৬ আসনটি কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাসের একটি অংশ নিয়ে গঠিত।
