ভোট ‘ভিক্ষা’ করেই সংসদে হাজির হব: ওসমান হাদি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০১:১০ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হারাম পয়সায় ভোট কেনার বদলে ভোট ‘ভিক্ষা’ করেই আমি সংসদে হাজির হওয়ার প্রত্যায় ব্যক্ত করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
এর আগে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সমধিক পরিচিত জুলাই আন্দোলনের এই যোদ্ধা গত গত ১৯ সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রচারণাও শুরু করে দিয়েছেন। ইতোমধ্যেই নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন ওলিগলিতে তাকে লিফলেট বিতরণ করে ভোট চাইতেও দেখা গেছে এবং সেসবের ভিডিও চিত্রও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করতে দেখা গেছে তাকে।
সম্প্রতি তেমনই একটি ভিডিওতে নির্বাচনি প্রচারণা চালাতে দেখা যায় ওসমান হাদিকে। যার একটা অংশে এক ভিক্ষুকের হাত পাতার দৃশ্য রয়েছে। আর সেটা নিয়েই ওই ভিডিওর কমেন্টে তাকে ভোট ভিক্ষুক বলে সম্বোধন করা হয়েছে। আর এটা নিয়েই মূলত কথা বলেছেন জনপ্রিয় এই তরুণ মুখ।
রোববার (৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি লিখেছেন, ভিক্ষুকের কাছ থেকেও টাকা খাওয়া লোকেরা যখন আমারে ভোট ভিক্ষুক বলতেছে, তখন সিদ্ধান্ত নিলাম- এখন থেকে প্রতি শুক্রবার জুম্মার পরে ভিক্ষুকের পাশে দাঁড়িয়েই আমি ভোট চাইব এবং হারাম পয়সায় ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করেই আমি সংসদে হাজির হব, ইনশাআল্লাহ।
ওসমান হাদির এমন বক্তব্য সম্বলিত পোস্টটি রীতিমত ভাইরাল হয়েছে, যেখানে সবাই তাকে প্রশংসাই ভাসিয়েছেন।
এরইমধ্যে ওই পোস্টে ৯৪ হাজার রিআ্যক্ট, সাড়ে ৮ হাজার কমেন্ট পড়েছে এবং পোস্টটি প্রায় দুই হাজার বার শেয়ার হয়েছে।
শামিম শাম নামের একজন লিখেছেন, চমৎকার চিন্তা, কৌশল। তবে দুঃখজনক ভাই, বাংলাদেশে এমন কোন লোক দেখলাম না যে তার গন্তব্যে পৌঁছানোর পর সে তার যথার্থ ক্ষমতা পালন করে। কোন সমস্যা হলে সরকার এ করে ওইটা করে সেটা করে রাজনৈতিক অন্য দলের চাপে পারি না বুঝি না এই তাল বাহানা শুরু করে, আশা করি যথার্থ দায়িত্ব পালন না করতে পারলে সসম্মানে সরে আসবেন, তাহলে গর্ব করে বলা যাবে যে না একটা লোক বাংলাদেশে আছে।
রফিক আদনান নামের একজন লিখেছেন, আগামীর সংসদে আপনার মতো তরুণরা আসুক সেই প্রত্যাশায় আমরা আছি এই দেশটা কারো বাবার না যে যা ইচ্ছা তাই করবে আপনি আপনার মতো কাজ করে যান সাধারণ জনগোষ্ঠী আপনার সঙ্গে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

