Logo
Logo
×

রাজনীতি

একই দাবি নিয়ে ইসিতে বিএনপি-জামায়াতের প্রতিনিধিদল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

একই দাবি নিয়ে ইসিতে বিএনপি-জামায়াতের প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি জানাতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করেছেন জেলার বিএনপি ও জামায়াত নেতারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান ১০ থেকে ১২ জনের প্রতিনিধি দল। এতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা উপদেষ্টা ও তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির এবং জামায়াতের মনজুরুল ইসলাম রাহাতসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

সোমবার হাইকোর্টের রায়ে বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণা করা হয়। এর পরদিনই বাগেরহাটের প্রতিনিধিরা নির্বাচন ভবনে গিয়ে প্রথমে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এবং পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে শেখ ওয়াহিদুজ্জামান দিপু সাংবাদিকদের বলেন, ‘রায়ের কপি আসেনি। আমরা এর আগেই ইসি সচিব ও সিইসির সঙ্গে দেখা করেছি। আমরা বাগেরহাটের সব জনগণের আর্জি তাদের জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আইনি-বেআইনি যে প্রক্রিয়ায় হোক, ইসি যে কাজটি করেছে তা দেশের সর্বোচ্চ আদালতে অবৈধ ও বেআইনি ঘোষিত হয়েছে। আমরা ইসিকে অনুরোধ জানাব, আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। আর এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাবেন না, ওই অঞ্চলের জনগণের প্রতি নতুন করে চাপ সৃষ্টি হয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম