Logo
Logo
×

রাজনীতি

বগুড়া-২ আসনে নির্বাচন করতে বিএনপির কাছে দাবি মান্নার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

বগুড়া-২ আসনে নির্বাচন করতে বিএনপির কাছে দাবি মান্নার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের মানুষ গত ১৫ বছরে ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতেই হয়ে গেছে। এবার মানুষের ভোট দেওয়ার সুযোগ এসেছে। তাই দেখেশুনে ভালো প্রার্থীকে ভোট দিতে হবে।

তিনি আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির কাছে দাবি জানাবেন।

বুধবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ইউনিয়ন নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্যের আয়োজনে গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি বগুড়ার সাতটি আসনের মধ্যে বগুড়া-২ বাদে সবটিতে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি নেতা তারেক রহমান তাকে জোটে রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তারেক রহমান বলেছেন- ‘আপনি ভালো মানুষ, আমরা আপনাকে আমাদের জোটে রাখতে চাই। তার কথায় আমি আশ্বস্ত হয়েছি; আমরা একসঙ্গে একটি ভালো দেশ গড়তে চাই।’ 

মান্না আরও বলেন, তিনি শুধু বিএনপির সঙ্গেই সীমাবদ্ধ থাকতে চান না। যে ভালো কাজ করবে, আমরা তার সঙ্গেই বন্ধুত্ব করব। যারা সত্যিকারে মানুষের কল্যাণ করবে আমরা তাদের সঙ্গে আছি।

তিনি বলেন, আওয়ামী লীগ ভালো কাজ করেনি বিধায় আমি ওই দল থেকে পদত্যাগ করেছি।

বর্তমান সরকারের সমালোচনা করে মান্না বলেন, আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ বদলাতে হবে। যেভাবে দেশ চলছে সেভাবে চলতে পারে না।

তিনি আরও বলেন, জোটবদ্ধ নির্বাচন করলেও আমার দলের যে মার্কা আছে সেই মার্কা নিয়েই নির্বাচন করব। তবে জোটবদ্ধভাবে নির্বাচন করতে আরও দশটা দল যদি মনে করে মার্কা বদলাতে হবে, তবে বদলাব।

বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি জাহিদুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার ও ডা. রাশেদুল ইসলাম রাজা, সদস্য আব্দুর রাজ্জাক সজিব, ছাত্র ঐক্যের সদস্য তৌফিক হোসেন, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক সাইদুর রহমান সাগর, মশিউর রহমান পিয়াল, নুরুল আমিন সেকেন্দার, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য নেতা এনামুল হক সরকার, মাহবুব মোর্শেদ হিরা, সৈকত বিদ্যুৎ, সাজু মিয়া, অমিত হাসান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম