Logo
Logo
×

রাজনীতি

বিএনপি ও জামায়াতকে আসন সমঝোতার প্রস্তাব মঞ্জুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

বিএনপি ও জামায়াতকে আসন সমঝোতার প্রস্তাব মঞ্জুর

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বড় ধরনের রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

তিনি প্রস্তাব দেন, জাতীয় নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫০ আসনে বিএনপি জোট ও জামায়াত জোট পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে, আর বাকি ১৫০ আসন থাকবে সবার জন্য উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র।

বুধবার (১২ নভেম্বর) বিকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব‍্যকালে মজিবুর রহমান মঞ্জু এ প্রস্তাব রাখেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, যে ১৫০ আসন‍ে সমঝোতা হবে তাতে বিএনপি জোট ১০০ আসনে এবং জামায়াত জোট ৫০ আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবেন। বাকি ১৫০ আসনে সবাই সবার মতো করে প্রার্থী দেবেন।


তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের জন্য এই ধরনের সমঝোতা সময়ের দাবি। এতে শুধু বিরোধী রাজনীতির ঐক্যই মজবুত হবে না, গণতন্ত্রও শক্ত ভিত পাবে বলে মনে করেন তিনি।

সভায় নির্বাচনের প্রতি জোর দেন গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ওয়ান-ইলেভেন হবে বলে সতর্ক করেন।

এতে গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের প্রমুখ বক্তব্য দেন। 

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম