Logo
Logo
×

রাজনীতি

‘প্রধান উপদেষ্টা সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

‘প্রধান উপদেষ্টা সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের আগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল। ওই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

আমির খসরু বলেন, কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ তাদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করে।

চলমান বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যারা নির্বাচন বাঁধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু। 

সারাবিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায় জানিয়ে আমির খসরু বলেন, সবগুলো দেশই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম